নাটোর চিনিকলে সংঘটিত প্রায় এক কোটি টাকার মালামাল ডাকাতির ঘটনায় অন্যতম মূলহোতা সরদার নাজমুল (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার সাভার থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। শুক্রবার রাতে র্যাব-৫, নাটোর ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার নাজমুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোটিয়া গ্রামের মোকদমের ছেলে।
র্যাব জানায়, গত ৩ আগস্ট গভীর রাতে ডাকাতদল নাটোর চিনিকলের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ জন প্রহরীকে হাত-পা বেঁধে জিম্মি করে এবং কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর মিল হাউজ গানমেটাল, ওয়েল্ডিং ক্যাবল, ক্রাশ শ্যাফট, ইনার প্লেটসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। লুটকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ ৪০ হাজার টাকা।
ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য বিশ্লেষণের ভিত্তিতে নাজমুলকে শনাক্ত করে গ্রেপ্তার করে। এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা দায়ের হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


