
নাটোরের বড়াইগ্রামে যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে বিএনপির সাবেক এক ওয়ার্ড সভাপতি ও এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) দুপুরে বড়াইগ্রাম সদর ইউনিয়নের খাকসা ভূগোল মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন।
আহতরা হলেন- দীঘলকান্দি গ্রামের কলিম উদ্দিনের ছেলে ও বড়াইগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি দুলাল হোসেন (৫৫) এবং একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে সাগর হোসেন (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দ্রুতগতির একটি ট্রাকের ছিটানো কাদা দোকানে পড়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে দুপুরে মীমাংসার বৈঠকের সময় দিঘলকান্দি গ্রামের যুবলীগ কর্মী মনির হোসেন মোটরসাইকেলে আরও দুজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। বাগবিতণ্ডার একপর্যায়ে মনির ও তার সহযোগীরা দুলাল ও সাগরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্বজনরা গুরুতর আহত দুলাল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাগরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
ঘটনার বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মনির হোসেনের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন, “বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”