দিনাজপুরের বিরল উপজেলায় স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার চেষ্টার অভিযোগে এক নারীকে পুলিশ হেফাজতে নিয়েছে। সোমবার রাতে উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন গ্রামের সাতদাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম (৪০) পেশায় রাজমিস্ত্রি। কাজের কারণে দীর্ঘদিন বাইরে থাকেন তিনি। প্রায় দুই মাস পর বাড়ি ফিরে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন রফিকুল। এ নিয়ে দাম্পত্য কলহের এক পর্যায়ে স্ত্রী ধারালো ব্লেড দিয়ে রফিকুলের গোপনাঙ্গ কাটার চেষ্টা করেন। এতে তিনি গুরুতর আহত হন।
প্রথমদিকে সামাজিক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রেখে কবিরাজের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করেন রফিকুল। তবে অবস্থার অবনতি হলে সকালে বিষয়টি প্রকাশ পায়। পরে পুলিশ গিয়ে আহত রফিকুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।
বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


