দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল রিসোর্টে’ প্রশাসনের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৭ নারী-পুরুষকে আটক করা হয়েছে। এ সময় অনুমোদন ছাড়াই হোটেল পরিচালনার দায়ে রিসোর্ট মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৬ আগস্ট) রাতে পুলিশ সুপার মো. মারুফাত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন— রিসোর্ট কর্মচারী মো. শাহিন (৩৭), সদর উপজেলার সাহানাজ (৩০), পাটুয়াপাড়ার শারমিন আক্তার (২৮), বাহাদুর বাজারের মো. মোস্তাক আলী (৩৫), বিরল উপজেলার মো. মিজানুর রহমান (৪৮), দামাইল গ্রামের জুয়েল (৪৫) ও কুড়িগ্রামের মো. আব্দুল হালিম (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃতদের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিরল থানার ওসি আব্দুস সবুর জানান, প্রায় সাত ঘণ্টা ধরে অভিযান চালিয়ে রিসোর্ট থেকে তাদের আটক করা হয়।


