দিনাজপুর শহরের ঢাকাইয়া পট্টি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স ৬৫ বছর।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটি এলাকায় পৌঁছালে ঘটনাটি ঘটে।
দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিহত ব্যক্তির পকেটে থাকা একটি চিকিৎসাপত্র থেকে জানা যায়, তার নাম আজিজার রহমান এবং তিনি দিনাজপুর জেলার বিরল উপজেলার বাসিন্দা।


