লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৩ আগস্ট) সকালে বুড়িমারী সীমান্তের ৮৩৮ নম্বর পিলারের কাছে ভারতের ৯৮ বিএসএফের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পাঠায়।
পরে মাছিরবাড়ি এলাকায় বিজিবির টহল দল তাদের আটক করে পাটগ্রাম থানায় হস্তান্তর করে।
আটক ব্যক্তিরা হলেন—মো. মোশারফ হোসেন (৫০), তার ছেলে মো. রাব্বি (২৬), মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মো. সজিব আলী (১৬), মোশারফ হোসেনের স্ত্রী পারভিন বেগম (৪০), কোহিনুর নেছা (৭০), রাব্বির স্ত্রী মোছা. বর্ষা (২২) এবং তাদের শিশু কন্যা মোছা. জয়া (৩)। সবাই নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। বর্তমানে তারা থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।


