আ.লীগ নেতাকে ধরে পুলিশের হাতে দিলেন ছাত্ররা

রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও চেংমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল কবির টুটুলকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৮ জুলাই নগরীর মডার্ন মোড়ে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও গুলি চালানোর মামলার এজাহারভুক্ত আসামি টুটুল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে নগরীর আইডিয়াল মোড় এলাকায় স্থানীয় ছাত্ররা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গ্রেপ্তারকৃত টুটুল রংপুরের মিঠাপুকুর উপজেলার জালাদীপুর (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ফাত্তাহের ছেলে। তিনি একসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এইচ এন আশিকুর রহমানের ব্যক্তিগত সহকারী (এপিএস) ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ রংপুর জেলা শাখার সদস্য সচিব তানজিম আলম তাসিম, মুখ্য সংগঠক মাহমুদুর রহমান লিওনসহ জুলাই আন্দোলনের কর্মীরা সোমবার রাতে টুটুলকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp