সাগর মিয়া, রংপুরঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রংপুরের শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমন’ (৩৬) গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর থানার কিসমত দৌলতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সুমন রংপুর নগরীর শালবন এলাকার বাসিন্দা এবং আবু হানিফের ছেলে। তার বিরুদ্ধে রংপুর মহানগর এলাকায় অস্ত্র, মাদক, ডাকাতি ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ৯টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শন এবং অর্থের বিনিময়ে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সে তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার গোপন তথ্য পাওয়ার পর আরএমপি কমিশনার মোঃ মজিদ আলী, বিপিএম-এর দিকনির্দেশনায় তার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়। গ্রেফতার এড়াতে সুমন ঠাকুরগাঁও জেলায় আত্মগোপনে থাকলেও নিয়মিত রংপুরে এসে তার সহযোগী ও ক্যাডারদের সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে যৌথ গোয়েন্দা অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


