সাগর মিয়া, রংপুরঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাঁচ বোতল অবৈধ ইসকাফ কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর ) রাত ৯টা ৫ মিনিটে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা গেছে, ডিসি ক্রাইমের নির্দেশনায় ও হারাগাছ থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে পূর্বসূত্র জিডি নং–৬৯৬ মূলে এসআই (নিঃ) মনিষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিলেন।
রাত ৮টা ৪০ মিনিটে জমচওড়া বাজার এলাকায় অবস্থানকালে স্থানীয় লোকজন জানান—জমচওড়া সাকিনস্থ জনৈক মোঃ মনসুর আলীর জমিতে ছ-মিলের পূর্ব পাশে একটি খালি জমিতে কালো রঙের একটি পলিথিন ব্যাগ সন্দেহজনকভাবে পড়ে রয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটির মালিক না পেয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালায়। তল্লাশিতে ব্যাগের ভেতর থেকে LABORATE কোম্পানির ৫ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য EScuf কফ সিরাপ পাওয়া যায়। প্রতিটি ১০০ মি.লি. করে মোট ৫০০ মি.লি. তরল মাদক উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫,০০০ টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা না গেলেও তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। থানা এলাকায় সামগ্রিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ জানায়, মাদক উদ্ধার ও চক্র শনাক্তে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


