Day: সেপ্টেম্বর ২১, ২০২৫
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন উপলক্ষ্যে শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ধামইরহাট থানার সামনে থেকে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)’র আয়োজনে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় ধামইরহাট পিএফজির কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল বাবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, শ্রমীকদল নেতা ইব্রাহিম হোসেন, ব্যবসায়ি আবদুল হাই দুলাল, হিন্দু বৌদ্ধ পরিষদের নেতা রামজনম রবিদবস, জান্নাতুল ফেরদৌস কবিতা প্রমুখ।
পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমানের বিরুদ্ধে সাংবাদিকদের প্রকাশ্যে ‘সন্ত্রাসী’ বলে গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পরপরই তাকে করতোয়া নদীর আওলিয়া ঘাটের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। রোববার (২১ সেপ্টেম্বর) মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় করতোয়া নদীতে নৌকাডুবির তিন বছর পূর্তিতে স্মরণসভা ও সংবাদ সংগ্রহে যান স্থানীয় সাংবাদিকরা। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৭১ জন। ঘাটে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নৌকায় উঠতে বাধা দেন ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান। অথচ একই সময়ে একাধিক নৌকায় মোটরসাইকেলসহ যাত্রী পারাপার হতে দেখা যায়। সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, “আপনারা সন্ত্রাসী, আপনাদের কর্মকাণ্ড সন্ত্রাসী।” এ ঘটনায়…
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দিয়েছেন দেশের ৮৬ দশমিক ৫ শতাংশ ভোটার। এছাড়া ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন ৯৪ দশমিক ৩ শতাংশ ভোটার। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ইনোভেশন কনসালটিং প্রকাশিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, রাউন্ড–২’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন ইনোভেশন কনসালটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান সমন্বয়ক মো. রুবাইয়াত সরোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ড. সাইমুম পারভেজ, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর, সুপ্রিম…
নওগাঁ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন **মনিরা হক**। জেলার ইতিহাসে তিনি হবেন দ্বিতীয় নারী জেলা প্রশাসক। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষর করেন। মনিরা হক বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব (উন্নয়ন-৩) পদে কর্মরত ছিলেন। তাঁকে নওগাঁয় ডিসি হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে। এর আগে নওগাঁর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। মনিরা হক নওগাঁয় দায়িত্ব নিলে তিনি হবেন জেলার ইতিহাসে দ্বিতীয় নারী ডিসি। এর আগে ড. মোছাম্মৎ নাজমানারা…
আর মাত্র ক’দিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। প্রতিমা কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে,এ বছর প্রতিমার চাহিদা গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবে সময় স্বল্পতার কারণে চাহিদা অনুযায়ী যোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা। কারিগররা জানিয়েছেন, প্রতিমার কাঠামোর উচ্চতা ও নকশার ওপর নির্ভর করে এ বছর সর্বনিম্ন ১৮ থেকে ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৮ থেকে ৩০ হাজার টাকায় প্রতিমার অর্ডার নিয়েছেন। চাহিদা বেশি থাকায় এ বছর প্রতিমার দাম কিছুটা বেড়েছে বলেও জানান তারা। উপজেলা প্রসাদপুর,…
বাংলাদেশ এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে পরাজিত করেছে। এই জয়ের সাথে বাংলাদেশ সুপার ফোরে ২ পয়েন্ট অর্জন করেছে এবং শ্রীলঙ্কার জয়ের ধারা থামিয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টি-২০ ম্যাচে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে। দাসুন শানাকা ৩৭ বলে অপরাজিত ৬৪ রান (৩ চার, ৬ ছক্কা) করেন, কুসল মেন্ডিস ২৫ বলে ৩৪ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ৩ উইকেট (৪ ওভারে ২০ রান) নেন, মাহেদী হাসান ২ উইকেট। জবাবী ইনিংসে বাংলাদেশ ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯…








