Day: সেপ্টেম্বর ২৪, ২০২৫
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ সময়ে কোনো পরীক্ষার তারিখ না দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে এ ১২ দিনের ছুটি অনুমোদন করা হয়েছে। উৎসব যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য এ সময়ের মধ্যে পরীক্ষার তারিখ নির্ধারণ না করার অনুরোধ জানানো হয়। পঞ্জিকা অনুসারে এ বছর মহাষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, মহাসপ্তমী ২৯ সেপ্টেম্বর, মহাষ্টমী ৩০ সেপ্টেম্বর, মহানবমী ১ অক্টোবর এবং বিজয়া দশমী ২…
নওগাঁর ধামইরহাটে সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট পৌর শাখার আয়োজনে নিমতলী মোড়ে এ সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় কার্যক্রমে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা শাখার নায়েবে আমির নওগাঁ-২ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, ধামইরহাট উপজেলা জামায়াত নায়েবে আমির মাওঃ মো. আতাউর রহমান, ধামইরহাট পৌর শাখার জামায়াত আমির ইঞ্জিনিয়ার মো. ইসমাইল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আবু সাঈদ সিদ্দিকী প্রমুখ। শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই সদস্য সংগ্রহ কার্যক্রম।
নওগাঁর রাণীনগর উপজেলার রঞ্জনিয়া গ্রামে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে মারধর করে মারাত্মভাবে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার বিচার চেয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এ ঘটনায় বুধবার দুপুরে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১৫ জনের নামে মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলামকে। মানববন্ধনে অন্যদের মধ্যে কালিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবাদুল ইসলাম, রনজনিয়া গ্রামের বাসিন্দা ইউনুচ আলী, আহত সাইফুলের বাবা জাহিদুল ইসলাম ও তাঁর মা শিরিনা আখতার প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে…
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— কুষ্টিয়া সদর উপজেলার পারখোদা ত্রিমহনী গ্রামের মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে কাউসার (৩০)। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী সবজি বোঝাই একটি পিকআপের চাকা পাংচার হলে চালক ও হেলপার সেটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ করছিলেন। এ সময় দৌলতদিয়ামুখী আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক…
কক্সবাজারে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাওহীদুল আনোয়ার। দণ্ডপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার বেদার মিয়া, একই ইউনিয়নের পরানিয়া পাড়ার মোস্তাক মিয়া এবং ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বেপারী পাড়ার মো. বেলাল উদ্দিন। আসামিদের উপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ আগস্ট…
সারাদেশের ন্যায় নওগাঁর মান্দায় উপজেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় সাহাপুর ডি,এ উচ্চ বিদ্যালয় মাঠে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক কর্মচারীগন ও সাধারণ দর্শক বৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বলেন, “সুস্থ দেহ সুস্থ মন তবেই হবে পড়া-লেখার উন্নয়ন”। দেহকে সুস্থ রাখার জন্য…
নওগাঁর ধামইরহাটে এনসিপির উদ্যোগে নিউইয়র্কে এনসিপির মুখ্য সমন্বয়ক আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা এনসিপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য মো. আব্দুর রহমান। এ সময় হামলাকারী ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন নওগাঁ জেলা এনসিপির সমন্বয় কমিটির অন্যতম সদস্য মো. নুর আলম, উপজেলা সমন্বয় কমিটির প্রধান মো. মাহফুজার রহমান চৌধুরী রুবেল, উপজেলা সমন্বয় কমিটির অন্যতম সদস্য মো. রাকীব হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তাগণ দ্রুত সময়ের…
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এ প্রক্রিয়া যাতে মসৃণভাবে সম্পন্ন হয়, সে জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র পূর্ণ সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়ালার সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় ইউনূস বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য পরিবেশে কার্যকর নেতৃত্ব দিতে হলে ডব্লিউটিওকে অবশ্যই সংস্কারের মাধ্যমে মানিয়ে নিতে হবে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ডব্লিউটিও মহাপরিচালক বাংলাদেশের প্রতি তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “ডব্লিউটিওকে সংস্কার করতেই হবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব চাই।”…
নওগাঁর পত্নীতলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আয়োজনে ইমাম – ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মাও মোঃ আনোয়ার হুসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নওগাঁ জেলা শাখার সভাপতি মুফতি রাশেদ ইলিয়াস দা.বা.। এসময় আরো বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নওগাঁ জেলা শাখার প্রচার সম্পাদক মাও আব্দুস সোবহান,খেলাফতে মজলিস মনোনীত নওগাঁ ২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ আরিফ বিল্লাহ, মাওঃ বরকতুল্লাহ, মাওঃ সাব্বির রহমান প্রমূখ। সম্মেলনে বক্তরা বলেন, আমরা গত ১৭ বছর ইসলামের সঠিক বার্তা বাংলার সাধারণ মানুষের মাঝে…
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর ডাক বাংলা অস্থায়ী সেনা ক্যাম্প প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সেনা ক্যাম্প (নিয়ামতপুর-মান্দা) কমান্ডার মেজর আবু জুবাইর। সভায় উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, নিয়ামতপুর থানার পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন, সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নবীউল্লাহ এবং ওয়ারেন্ট অফিসার জামাল। সভায় মেজর জুবাইর বলেন, ‘আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনসার, পুলিশ ও গ্রাম পুলিশের পাশাপাশি…












