নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগা-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এই দোয়া মহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেন।
জাহিদুল ইসলাম ধলু বলেন- দীর্ঘদিন স্বৈরশাসকের কবলে ছিল বাংলাদেশ। বিএনপি এই ১৭ বছর ধরেই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা চালু করার লড়াই চালিয়ে আসছিল। অবশেষে জুলাই-আগষ্ট’২০২৪ এর গণআন্দোলনের মাধ্যমে সেই ব্যবস্থা কায়েম করতে জাতি সক্ষম হয়েছে। এখন আমাদের লক্ষ আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যাশা “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব” এই শ্লোগান বাস্তবায়িত হবে।
সদর থানা বিএনপি’র সাবেক ষুগ্ম আহবায়ক ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল এবং জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি শফিউল আযম রানা এবং জেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন মুক্তার আলেচনা করেন
পরে জাহিদুল ইসলাম ধলু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মনেনয়নপত্র কেন্দ্রীক দলের ভিতরে যতটুকু দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল বর্তমানে আর কোন দ্বন্দ্ব নাই। বিএনপি’র হাই কমান্ডের নির্দেশে আমরা এক হয়ে কাজ করছি।
তিনি আরেক প্রশ্নের উত্তরে বলেন আওয়ামীলীগের সমর্থক যার কোন অপরাধী নয় তারা যেন নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আমরা তা প্রত্যাশা করি।


