
প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন নেইমার। সান্তোসের হয়ে নিয়মিত খেলায় মাঠে ফেরা ইঙ্গিত দিয়েছিল তার। তবে ভক্ত-সমর্থকদের হতাশ করে আবারও ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
ব্রাজিলিয়ান গণমাধ্যম জিগ্লোবো জানিয়েছে, উরুর চোটে ভুগছেন নেইমার। ফলে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদিও কোচ কার্লো আনচেলত্তি এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেননি।
চোটের আগে সান্তোসের হয়ে ভাস্কোর বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হয় তার দল। ওই ম্যাচ শেষে চোখের জলে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। এবার চোটের কারণে সেই হতাশা আরও বাড়লো।
কবে মাঠে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে তাকে দেখা যাবে না—এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে।