
নওগাঁয় প্রথম আলো আয়জিত জিপিএ-৫ উৎসবে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এসেছে নওগাঁ শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে। তাদের পদচারণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারিদিকে। তাদের উচ্ছ্বাস ও কলরবে রঙিন হয়ে উঠেছে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় ব্যতিক্রমী এ সংবর্ধনার আয়োজন করে প্রথম আলো। ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যেন প্রাণের উচ্ছ্বাসের কোনো ঘাটতি ছিল না।

আজ শনিবার সকাল ৮টার পর থেকেই শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানস্থলে জমায়েত হতে শুরু করে। নওগাঁ সরকারি কলেজ প্রাঙ্গণে এসে কৃতী শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধনের আমন্ত্রণ কার্ড হাতে নিয়ে বুথের সামনে লাইনে দাঁড়িয়ে উপহারসামগ্রী গ্রহণ করে। একে অপরকে কাছে পেয়ে যেন সহপাঠী বন্ধুদের উচ্ছ্বাসের শেষ নেই। এই উৎসবের ক্ষণ একসঙ্গে উপভোগ করার মূহূর্ত মুঠোফোনে ক্যামেরাবন্দী করতে ব্যস্ত হয়ে পড়ে অনেকে। সবার চোখে-মুখে ছিল খুশির ঝিলিক।
৬০ কিলোমিটার দূর থেকে উৎসব প্রাঙ্গণে হাজির হয়েছে সাপাহার উপজেলার পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী জিহাদ। সে বলে, ‘সকাল ৬টায় উৎসবে যোগ দিতে বাড়ি থেকে বের হই। আমরা চার বন্ধু একসঙ্গে এসেছি। উৎসবে যোগ দিতে পেরে খুবই ভালো লাগছে। অনেক দূর থেকে আসার দুঃখ-ক্লান্তি ভুলে গেছি। আমাদের স্কুল থেকে অন্য বন্ধুদের সঙ্গেও এখানে এসে দেখা হলো।’
নওগাঁর সীমান্তবর্তী উপজেলা ধামইরহাট উপজেলা এসেছে জাকিয়া সুলতানা। সে উপজেলা সদরের চকময়রাম উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। জাকিয়া সুলতানা বলে, ‘আমার স্কুল থেকে আমিসহ এবার ১১২ জন জিপিএ-৫ পেয়েছি। আমার অনেক বন্ধুর সঙ্গে এখানে দেখা হলো। পরীক্ষার পর অনেকের সঙ্গে দেখা হয়নি। আজকে এই অনুষ্ঠান উপলক্ষে দেখা হলো। অনেক ভালো লাগছে।’

সকাল ৯টার মধ্যে নওগাঁ সরকারি কলেজ মিলনায়তন শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তাঁদের সঙ্গে আসা অভিভাবকদের আগমনে মিলনায়তনের আশপাশের চত্বরও ভরে যায়। এরপর নওগাঁ প্রথম আলো বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে দলীয়ভাবে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। নওগাঁ বন্ধুসভার বন্ধু পারমিতা রায়ের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক। তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন। আয়োজনে গুণীজনদের দিকনির্দেশনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। বক্তব্য রাখেন, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হক, প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী, নওগাঁর সামাজিক -সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ও নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা ডিএম আব্দুল বারী প্রমুখ।
সফল ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁর সন্তান প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নিশাত সুলতানা পূরবী ও তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা।
আয়োজনটি পাওয়ার্ড বাই কনকা-গ্রি বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, আকিজ টেলিকম লিমিটেড, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।