ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার দেখা যাবে এক অনন্য দৃশ্য। নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একই দলে খেলবেন বাবা ও ছেলে। আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি এবং তার ছেলে, তরুণ ওপেনার হাসান ইসাখিল—দুজনই জায়গা পেয়েছেন এক্সপ্রেস স্কোয়াডে।
আগেই অভিজ্ঞ অলরাউন্ডার নবি দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে ১৯ বছর বয়সী হাসান ইসাখিলের যোগদানের খবর। নোয়াখালী এক্সপ্রেস তাদের ফেসবুক পেজে বাবা-ছেলের একটি ছবি পোস্ট করে লিখেছে, “বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে… এক্সপ্রেস স্কোয়াডে স্বাগতম হাসান ইসাখিল।”
হাসান ইসাখিল গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি করেছেন ৭৩৪ রান, যেখানে তার গড় ২৭ এবং স্ট্রাইক রেট ১২৪। এছাড়াও প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে তার পারফরম্যান্স নজর কেড়েছে।
ছেলের সঙ্গে একই দলে খেলা নিয়ে আবেগ প্রকাশ করে মোহাম্মদ নবি বলেন,
“জাতীয় দলে আমার সঙ্গে ছেলের একসঙ্গে খেলার স্বপ্ন রয়েছে। হাসান অনেক পরিশ্রমী। আমি সব সময় তাকে নিজের লক্ষ্য স্থির করতে এবং ভালো ক্রিকেটার হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে উৎসাহ দিই। আশা করি শিগগিরই সেই স্বপ্ন পূরণ হবে।”
৪০ বছর বয়সী মোহাম্মদ নবি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আসছেন। বয়স বাড়লেও তার দক্ষতায় ভাটা পড়েনি। সে কারণেই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো তার চাহিদা রয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএল ২০২৪। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। বাবা-ছেলের এই জুটি বিপিএল দর্শকদের জন্য নতুন এক আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি ও হাসান ইসাখিল।


