আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের মধ্যেই ১১ দলীয় জোট ভাঙবে নাকি অটুট থাকবে—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ বৃহস্পতিবার রাতে। রাত ৮টায় যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জোটের শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের শীর্ষ নেতারা দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠক শেষে নেতারা জানান, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাত ৮টায় যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, সেখানেই আসন সমঝোতাসহ জোটের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তবে এদিন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জোট নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসলামী আন্দোলনসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা হচ্ছে। এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা রাত ৮টায় দেওয়া হবে।
বৈঠক শেষে নেতারা বলেন, আসন সমঝোতা নিয়ে কিছু অসন্তোষ ও মতভিন্নতা থাকলেও ১১ দলীয় জোট ভাঙছে না। এই জোটের রাজনৈতিক গুরুত্ব রয়েছে এবং ঐক্য বজায় রাখার বিষয়েই সবাই আশাবাদী।
এ বিষয়ে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেন, ১১ দলীয় জোট নিয়ে তার দল আশাবাদী। আসন সমঝোতা হলেও এই জোটের রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে আসন বণ্টন নিয়ে টানাপোড়েন চলছিল। এরই মধ্যে গুঞ্জন ওঠে, ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন সরে যেতে পারে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মগবাজারে জামায়াতের কার্যালয়ে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জোটের মধ্যে কিছু মতভিন্নতা রয়েছে। তবে সব বিষয় নিয়ে বিস্তারিত ঘোষণা রাত ৮টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।


