বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনের পর গঠিত সরকারে তিনি কোনো পদেই থাকবেন না।
বৃহস্পতিবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজ-এ প্রকাশিত এক নিবন্ধে এ কথা জানান নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূস।
তিনি লেখেন, “আমি স্পষ্ট করেছি : জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। এরপর যে সরকার আসবে, সেখানে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকব না। আমাদের সরকারের মূল লক্ষ্য হলো অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা।”
নিবন্ধে তিনি আরও বলেন, গত বছরের গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট, অর্থনীতি পুনর্গঠন, দুর্নীতি দমন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ ও সংস্কারমূলক পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, নতুন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ যেন আর কখনো স্বৈরাচারী শাসনে না ফেরে, সেটিই সরকারের অন্যতম লক্ষ্য।


