গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাতিজার বিরুদ্ধে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, আম পাড়া নিয়ে হওয়া দ্বন্দ্বের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে। গুরুতর আহত অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা (মাঝবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিয়ারুল ইসলাম (৪৪) ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে। অভিযুক্ত সাইফুল ইসলাম (২২) জিয়ারুলের ভাই ইব্রাহিম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে সাইফুল চাচা জিয়ারুলের ঘরে ঢুকে পড়ে। ওই সময় ধারালো ছুরি দিয়ে চাচার বাম পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জিয়ারুলকে বাঁচাতে এগিয়ে আসে তার স্ত্রী আছমা বেগম (৩৫) ও ছেলে মো. ইসমাইল হোসেন (১৭)। তাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাইফুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ইব্রাহিম আলী তার মা নছিরন বেওয়াকে গালিগালাজ করেন। এ ঘটনায় ভাই জিয়ারুল প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে সাইফুল চাচার ওপর হামলা চালায়।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’


