চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দুটি ভিন্ন বসতবাড়ি থেকে ১১ ফুট লম্বা এক বিষধর পদ্ম গোখরা সাপ ও ১০টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
দুটি এলাকা থেকে উদ্ধার অভিযান শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হিঙ্গুলী ও ধুম ইউনিয়নে এসব সাপ উদ্ধার করা হয়।
স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য তারেক আজিজ জানান, বিকেলে হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর এলাকার আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের বসতঘরে পরিবারের সদস্যরা প্রথমে সাপের বাচ্চা দেখতে পান।
পরে রেসকিউ টিম গিয়ে একটি কক্ষ থেকে ১০টি পদ্ম গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে।
এর কিছুক্ষণ পর সন্ধ্যায় ধুম ইউনিয়নের ইয়ারহাট এলাকার একটি বসতবাড়ির ইঁদুরের গর্ত থেকে প্রায় ১১ ফুট লম্বা পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়।
মোট ১১টি বিষাক্ত সাপই বর্তমানে স্নেক রেসকিউ টিমের হেফাজতে রয়েছে। তারেক আজিজ জানান, শনিবার (১ নভেম্বর) সকালে উদ্ধারকৃত সাপগুলো পাহাড়ে অবমুক্ত করা হবে।
এদিকে, একসঙ্গে এতগুলো বিষাক্ত সাপ ও বাচ্চা বসতবাড়ি থেকে উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ভয় ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে মিরসরাই উপজেলার হিঙ্গুলী বন বিট কর্মকর্তা জাকির হোসেন বলেন, বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার হওয়ার বিষয়ে আমি এখনো কোনো খবর পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।”


