
ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে ভাঙ্গা উপজেলার হামিরদি রেলক্রসিংয়ে রাজবাড়ী-ঢাকা রুটের নকশীকাঁথা ট্রেন আটকে দেয় বিক্ষুব্ধরা। এ সময় যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এতে ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
যাত্রী আরিফ হোসেন বলেন, “রংপুর যাচ্ছিলাম। ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পর সাত কিলোমিটার হেঁটে এসেছি। গাড়ি নেই, মানুষ চরম কষ্টে আছে।”
অন্য যাত্রী মো. বাচ্চু শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঢাকায় মেয়ের বাসায় যাচ্ছিলাম। হাতে ব্যাগ, মাথায় বস্তা নিয়ে হাঁটতে হচ্ছে।”
ভাঙ্গা রেলস্টেশনের কর্মকর্তা সাকিবুর রহমান জানান, নকশীকাঁথা আটকে দেওয়ায় ঢাকার সঙ্গে খুলনা ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ভাঙ্গা ইউএনও মো. মিজানুর রহমান বলেন, “ভোগান্তি কমাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলছে।”