শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় আবারও চুরির ঘটনা ঘটেছে। ছুটি শেষে বাড়ি ফিরে চুরির বিষয়টি জানতে পেরে হতবাক হয়েছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাগরপুর ব্র্যাক বটতলা এলাকায় অবস্থিত তালুকদার ভিলার একটি ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে। বাসাটির ভাড়াটিয়া ব্র্যাক বুল স্টেশনে কর্মরত অফিসার মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন। তিনি গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ছুটিতে গ্রামের বাড়িতে যান। বাসা ফাঁকা থাকার সুযোগে শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির প্রধান গেট কেটে ভেতরে প্রবেশ করে।
চোরেরা ঘরের ভেতরে ঢুকে নগদ অর্থ, একটি ল্যাপটপ, টিভি মনিটর, নতুন কাপড়সহ সিসি ক্যামেরার বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত মোস্তফা কামাল জানান, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য এক লাখ ত্রিশ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা।
তিনি আরও জানান, গত বছর একই বাড়িতে তার ভাড়া নেওয়া কক্ষ থেকেও প্রায় এক লাখ টাকার মালামাল চুরি হয়েছিল। বারবার একই স্থানে এমন ঘটনায় তিনি ও আশপাশের বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম আলী বলেন, “এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


