জয়পুরহাটের কালাই উপজেলায় রাইস মিলে পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বেলা তিনটার দিকে কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকায় মেসার্স ভাই ভাই চালকলের চাতালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আবু বক্কর সিদ্দিক (৩)। সে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামদিয়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের অহিদুল সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্করের বাবা-মা ওই রাইস মিলে ধান শুকানোর কাজ করেন। দুপুরে শিশুটি খেলার সময় চাতালের সিঁড়ি বেয়ে উপরে ওঠে এবং অসাবধানতাবশত পানির হাউসে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজ শুরু করলে তাকে পানির ভেতর থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”


