ডেস্ক রিপোর্টঃ
নওগাঁয় দুই মাথা নিয়ে শিশুর জন্ম হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নওগাঁ শহরের একটি বেসরকারি হাসপাতালে ওই শিশুর জন্ম হয়। তবে জন্মের এক ঘন্টা পরেও শিশুটির মৃত্যু হয়।
শিশুটির বাবার নাম রকি ও মায়ের নাম আরিফা। তাঁর বাড়ি নওগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চকপ্রসাদ কলিপাড়া এলাকায়।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, প্রসব ব্যথা উঠলে রকির স্ত্রী আরিফাকে বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের প্রাইম ল্যাব হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি কন্যাশিশুর জন্ম দেন। শিশুটির দেহ একটি হলেও মাথা ছিল দুটি। শিশুটি নানা সমস্যা নিয়ে জন্ম হওয়ায় শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখে কর্তব্যরত চিকিৎসক। তবে জন্মের এক ঘন্টা পরেই শিশুটির মৃত্যু হয়।
প্রাইম ল্যাব হাসাপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের সহকারী পরিচালক সারওয়ার কামাল চঞ্চল বলেন, দুই মাথা নিয়ে জন্ম হলেও শিশুটি যমজ নয়। শিশুটির মাথা দুটি হলেও দেহ ও যৌনাঙ্গ একই। দুই মুখম-ল থাকায় রয়েছে দুটি নাক, দুটি মুখ, চারটি চোখ ও চারটি কান। শিশুটি নানা সমস্যা নিয়ে জন্ম হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। জন্মের এক ঘন্টা পরেও শিশুটির মৃত্যু হয়।


