নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার বিকেল সাড়ে ৩টায় জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনু্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো আব্দুল আউয়াল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মুশফিকুর রহমান, নওগাঁ সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো মহুফিজার রহমান, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, শহীদের মা, জুলাই যোদ্ধা আরমান হোসেন ও মারুফ বিল্লাহসহ প্রমুখ।
জেলা প্রশাসক মো: আব্দুল আউয়াল বলেন, ‘ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ২য় স্বাধীনতা ভোগ করছি, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। মানবাধিকার সম্পন্ন ও বৈষম্যহীন রাষ্ট গঠন হলেই শহীদদের আত্না শান্তি পাবে।
আলোচনা সভায় জেলার সরকারি অফিসের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই শহীদদের পরিবারের সদস্য বৃন্দ ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।


