নওগাঁ আইন কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরন ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট এবং নওগাঁ আইন কলেজের সভাপতি এ্যাড. মো: মাহমুদুল আরেফিন স্বপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নওগাঁ আইন কলেজ প্রাঙ্গণে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নওগাঁ আইন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ্যাড. এস. এম. শামীম আছাদ বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. এ. এইচ এম জাহাঙ্গীর আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক এ্যাড. মো: আ: রাজ্জাক, নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড মো: শওকত ইলিয়াস কবির, নওগাঁ আইন কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও জিপি মো: সারোয়ার জাহান।
এসময় উপস্থিত বক্তারা কলেজের অবকাঠামোর দূর অবস্থার কথা তুলে ধরেন। ১৯৮০ সালে মাত্র দুইজন ছাত্র নিয়ে শুরু হয় যাত্রা। এরপর থেকে ফলাফলে ১ এবং একাধিকবার ২য় স্থান অর্জন করে নেয় প্রতিষ্ঠানটি।


