‘আর নয় প্লাস্টিক, জীবন বাঁচাতে বৃক্ষরোপণ’ প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থান ও ঈদগাহ মাঠসহ অর্ধ শতাধিক প্রতিষ্ঠানে বন্ধুসভার উদ্যোগে ৪ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।

গত ২১ জুলাই থেকে নওগাঁ বন্ধুসভার উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর, ঈদগাহ মাঠ ও কবরস্থানে রোপণের জন্য গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার নওগাঁ সদর উপজেলার ৮টি প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে সেন্ট মাকর্স কিন্টারগার্টেন মিশন স্কুলে ২৭০টি, চকরামপুর গোরস্থানে ১০০টি, চকরামপুর মাদ্রাসায় ১৫০টি, মল্লিকপুর ঈদগাহ মাঠে ১৯০টি, চকগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৫টি, মল্লিকপুর উচ্চবিদ্যালয়ে ৫০টি, মল্লিকপুর উম্মে হাবিব মহিলা মাদ্রাসায় ৩০টি ও তেঁতুলিয়া বিএমসি কলেজে ৮০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মধ্য দিয়ে নওগাঁ সদর উপজেলা, রাণীনগর, মহাদেবপুর, নিয়ামতপুর ও বদলগাছী উপজেলায় ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৪টি ঈদগাহ মাঠ ও ৮টি কবরস্থানে রোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয়েছে। বিতরণ করা চারার মধ্যে আম, পেয়ারা ও লেবুর চারা রয়েছে।

সকাল ১০টায় নওগাঁ সেন্ট মার্কস মিশন স্কুলে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে আরও ৭টি প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। সকালে সেন্ট মাকর্স স্কুলে চারা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা শামসুল আলম ও ওমর ফারুক, সেন্ট মাকর্স মিশন স্কুলের প্রধান শিক্ষিকা বণি বাড়ৈ, বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক এলমা খাতুন লোটাস, কোষাধাক্ষ্য নাফিস আরা পপি, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রনক, প্রশিক্ষণ সম্পাদক আসমা খাতুন, বন্ধুসভার সাবেক সভাপতি রাবেয়া খাতুন, সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান আনছারী প্রমুখ।
নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান জানান, নওগাঁ বন্ধুসভা প্রতিষ্ঠান পর থেকেই পরিবেশ ও জীবন রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার বন্ধুসভার কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ব্র্যাক মাইক্রোফাইনান্স নামের একটি প্রতিষ্ঠান আমাদেরকে ৪ হাজার গাছের চারা উপহার দিয়েছেন। এসব চারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঈদগাহ মাঠ ও কবরস্থানের কর্তৃপক্ষের কাছে চাহিদা অনুযায়ী বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলার কাছ থেকে চাহিদা পাওয়ার পর বন্ধুসভার বন্ধুরা সরেজমিনে গিয়ে কোন প্রতিষ্ঠানে কত পরিমান চারা প্রয়োজন তা যাচাই করেছে।


