
‘এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে বদলগাছীতে ১ জন শহীদের নামে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা চত্ত্বরে মডেল মসজিদের গেট সংলগ্ন এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।এসময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, জুলাই অভ্যুত্থানে বদলগাছীর ১ জন শহীদ হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি তার বয়স খুবই কম ছিলো,মাত্র ২১ বছর। সে ঢাকা উত্তরার ৭ নং সেক্টরে সমাহিত আছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। শুধু রেদোয়ান শরীফ রিয়াদ নয়, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশে চমকপ্রদ ও অনন্য অধ্যায়। যারা আহত হয়েছেন,দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এমনটাই প্রত্যাশা করি।। জুলাই আমাদের জীবনে অন্যতম অবিষঙ্গ হয়ে সবসময় থাকুক,জুলাইকে আমরা ধারন করি। তার আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার(ভূমি) আতিয়া খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃরিপা রানী, উপজেলা সমাজ সেবা অফিসার রাজিব আহমেদ, জুলাই অভ্যুত্থানে শহীদ রেদোয়ান শরীফের স্বজন আব্দুস সোবহান, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোজাফফর হোসেন উকিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী শাহরিয়ার সম্পদ,মোস্তাকিম,শুভ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন