নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
বিজিবি, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ধামইরহ্টা উপজেলার আগ্রাদ্বিগুন এলাকার ২৫৬/৭ সীমান্ত পিলারের পাশ দিয়ে বুধবার দিবাগত রাতের কোনো এক সময় বিএসএফ সদস্যরা ওই ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠায়। রাত ৩টার দিকে বিজিবি সদস্যরা তাঁদেরকে সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর এলাকা থেকে আটক করে। পরে তাঁদেরকে ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ১০ জনের মধ্যে আটজন নারী ও দুইজন পুরুষ। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে, তাঁদের বাড়ি নড়াইল, কিশোরগঞ্জ, ঢাকা ও দিনাজপুর জেলায়।
নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির (সীমান্ত চৌকি) টহল কমান্ডার জেসিও সুবেদার জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর এলাকা থেকে বুধবার রাত ৩টার দিকে ওই ১০ ব্যক্তিকে আটক করা হয়। এর আগে রাতের কোনো এক সময় ১০ ব্যক্তিকে বিএসএফ সদস্যরা বাংলাদেশে ঠেলে পাঠায়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, বিজিবির হস্তান্তর করা ওই ১০ নারী-পুরুষকে থানা হেফজাতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদেরকে বাংলাদেশী বলে দাবি করেছেন। তাঁদের দাবি করা পরিচয় যাচাই-বাছাইয়ের কাছ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাঁদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


