নওগাঁর মান্দায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আখতার জাহান সাথীর সঙ্গে ৩নং পরানপুর ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে পরাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করে, পরানপুর ইউনিয়ন পরিষদের (প্যানেল) চেয়ারম্যান আতাউর রহমান। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আখতার জাহান সাথী বলেন, উপজেলার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান ত্বরান্বিত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের প্রতি যত্নশীল আচরণ করতে হবে। যাতে শিক্ষার্থীরা ফলাফল ভাল করে সামনের দিকে এগিয়ে যায়। দায়সারা ভাবে প্রতিষ্ঠান পরিচালনা করলে হবে না। ফলাফলের মাধ্যমেই প্রতিষ্ঠানের মান উন্নয়ন করতে হবে।
এছাড়াও মাদক, বাল্যবিবাহ, চুরি ডাকাতি প্রতিরোধে গ্রাম্য পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান। মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দের পাশাপাশি স্কুল, মাদরাসার প্রধান শিক্ষক, নিকাহ রেজিস্ট্রার,স্বাস্থ্য কর্মী ও সুধীজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেছেন।


