ডেস্ক রিপোর্ট:
ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী–জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে নওগাঁ জেলা ছাত্রদল। শনিবার বিকেলে শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।
সভায় বক্তব্য রাখেন— সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ, হাফিজুর রহমান আকাশ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আজম অলি, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক স্বাধীন হোসেন শুভ ও তাইদুল ইসলাম তাজ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশা ও আল আমিন বাদশা, এবং কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জুনায়েদ হোসেন, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদোয়ান ইসলাম রওনক।
বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। এই দিনে সিপাহী–জনতা ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বার্থ রক্ষায় ভূমিকা রেখেছিল। তাঁরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ছাত্রদলকে আরও সংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


