নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মিরাটে রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন (আরপিএ) এর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আরপিএ’র এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে দক্ষ পাঁচ জন বিশেষঙ্গ ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
শুক্রবার দিনব্যাপী এ ক্যাম্পে অনুষ্ঠিত হয়। এসময় ডাক্তারের পরামর্শের পাশাপাশি রক্তের গ্রুপিং পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেশার, অক্সিজেন লেভেল ও পালস রেট চেক করা হয় এবং অসহায় বৃদ্ধদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতি গুরুত্ব দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত প্রত্যেক সেবা গ্রহীতাকে একটি করে গাছের চারা প্রদান করেন। উক্ত ক্যাম্পে মিরাটসহ আশেপাশের ইউনিয়ন হতে প্রায় ৭০০ অধিক রোগী সেবা নেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া হতে আগত মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষঙ্গ সহকারী অধ্যাপক (মেডিসিন) ডাঃ মোঃ আহসান হাবীব জানান, আরপিএ’র এই মহৎ উদ্দ্যেগে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মহান আল্লাহ্ তালার কাছে অশেষ কৃতঙ্গতা আরপিএর মাধ্যমে আজ আমি প্রত্যন্ত গ্রামের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি।
চিকিৎসা সেবা নিতে আসা—জানান, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় আমরা খেটে খাওয়া মানুষরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত। আবার টাকার অভাবে আমরা অনেকেই অসুখ হলে ডাক্তারের কাছে যায় না। আরপিএ আমাদের গ্রামের জন্য যা করলো আমরা তাদের প্রতি কৃতঙ্গ।
চিকিৎসা সেবা নিতে আসা মিরাট স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোমতাজ হোসেন জানান, আরপিএ চিকিৎসা সেবার সাথে যে গাছ দিচ্ছে এটা খুবই সুদূর প্রসারী চিন্তা। পরিবেশ সুস্থ্য থাকলে, আমরা সুস্থ্য থাকবো এই গাছ তার প্রতিকি।
আরপিএ’র উপদেষ্টা ও রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর ছিদ্দিক জানান, আমার স্নেহের ছাত্ররা আরপিএ কে যেভাবে আলোকিত করছে তাতে আমি আশাবাদী রাণীনগর উপজেলা একদিন আরপিএ’র আলোতে আলোকিত হবে।
আরপিএ’র সভাপতি মোঃ শাহীনুল ইসলাম শাহীন বলেন, রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশন রাণীনগর উপজেলার একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সামাজিক সেচ্ছাসেবামূলক সংগঠন। আলোকিত রাণীনগর গঠনের জন্য আমরা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবো; ফ্রি মেডিকেল ক্যাম্প এটারই একটা অংশ।
আরপিএ’র যুগ্ম-সম্পাদক প্রবীর কুমার পাল জানান, মিরাটের এই দুর্গম এলাকায় গ্রামের মানুষ জেনো সঠিক চিকিৎসা সেবা পায় সে কারণেই আমাদের এই ফ্রি-মেডিকেল ক্যাম্প। আমরা আশাবাদী আমাদের এই ক্যাম্পের মাধ্যমে গ্রামের সাধারণ লোকজন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে।
রাণীনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান জানান, মিরাটে আরপিএ’র ফ্রি-মেডিকেল ক্যাম্প প্রশংসনীয় উদ্দ্যেগ। আরপিএ রাণীনগর উপজেলার ভবিষ্যৎ প্রজন্মকে একটি আদর্শ উপজেলা উপহার দিবে। আমি আরপিএ’র পাশাপাশি সকল সংগঠনকেই অনুরোধ করবো দেশের জন্য এভাবে কাজ করে যেতে।
ফ্রি-মেডিকেল ক্যাম্পে আরোও উপস্থিত ছিলেন, আরপিএ’র উপদেষ্টা অধ্যাপক মোফাখেরুল ইসলাম, ফারহাদ হোসেন, সহ-সভাপতি আবু হাসান, মোঃ রিপন নীল, সাংগাঠনিক সম্পাদক আবু হাসান রকি, মোঃ তৌফিক হোসেন আনন্দ, মোঃ নিবিড় হোসেন, মোঃ ছনি মোল্লাসহ আরোও অনেকে।


