নওগাঁর সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবার ভস্মীভূত হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার কাঁড়িয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাপাহার উপজেলার সীমান্তবর্তী পাতাড়ী ইউনিয়নের কাঁড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মাওলানা আলতাব হোসেন জানান, প্রতিদিনের মত গতকাল শুক্রবার দিবাগত রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে তার বাড়ির চালে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এসময় আগুনের লেলিহান শিখায় নিমিষেই তার নিজের ও তিন ছেলে আতিক বাবু, মেসবাউল, সাখাওয়াত হোসেন এর ঘর বাড়ি, আসবাবপত্র, ধান চাল, কাপড়চোপড়, হাঁস মুরগী, টাকা পয়সা সহ প্রায় ১৮/২০ লক্ষ টাকার সম্পদ পুড়ে যায়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে। তাৎক্ষণিক সাপাহার ফায়ার সার্ভিস অফিসে জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল যথা সময়ে ওই এলাকায় গেলেও কেবল মাত্র কাঁচা রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা খারাপের কারনে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি নিয়ে তারা ঘটনাস্থলে যেতে পারেননি বলেও স্থানীয় লোকজন জানান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলোর সহায়তার জন্য সবাইকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়েছে।


