অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার দেশের নগরাঞ্চলের টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে বদ্ধপরিকর। ঢাকাসহ সারাদেশের নগর এলাকায় সুষম উন্নয়নের জন্য সরকার ইতোমধ্যে বহুমাত্রিক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে।
রোববার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস–২০২৫’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, “প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে বিশ্ব বসতি দিবস উদযাপিত হচ্ছে, যা আনন্দের। এ বছরের জাতিসংঘ নির্ধারিত প্রতিপাদ্য ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’— বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত নগরায়িত দেশগুলোর মধ্যে অন্যতম। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে এ নগরায়নের কাঙ্ক্ষিত সুফল মিলছে না। একদিকে রাজধানীকেন্দ্রিক অপরিকল্পিত নগরায়ন, অন্যদিকে অন্যান্য নগর এলাকার বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এসব সংকট সমাধানে দ্রুত, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ নেওয়া জরুরি, যা এ বছরের প্রতিপাদ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত।”
প্রধান উপদেষ্টা জানান, বর্তমান সরকার নগর সংকট মোকাবিলায় দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, “ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি সম্ভাবনাময় নতুন বাংলাদেশ গড়ার পথে রয়েছি। এরই ধারাবাহিকতায় টেকসই, সুষম ও পরিবেশবান্ধব নগর উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।”
ড. ইউনূস আরও বলেন, “নগর সংকট সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারী, কমিউনিটি গ্রুপ, এনজিও ও আন্তর্জাতিক সহযোগীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সকলের যৌথ ও সচেতন অংশীদারিত্বের মাধ্যমেই জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো নগর জীবনের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।”
প্রধান উপদেষ্টা বিশ্ব বসতি দিবস–২০২৫ উপলক্ষে গৃহীত সব কার্যক্রমের সাফল্য কামনা করেন।


