মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে পাত্তাই দিল না লিটন দাসের দল। প্রথম মাচে ব্যাটে-বলে নৈপুন্য দেখিয়ে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা।
পাকিস্থান টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে ১১০ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ফখর জামান। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
চলতি বছরের শুরুর দিয়ে টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্থান গিয়েছিলো টাইগাররা। যেখানে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবতে হয়েছিলো। এবার ঘরের মাঠে সে হারের প্রতিশোধ নিতে মাঠে নেমেছে লিটন বাহিনী। প্রথম মাচেই ১-০ ব্যাবধানে এগিয়ে রইলো বাংলাদেশ। ৯ বছর পর পাকিস্থানের বিপক্ষে টাইগারদের জয়।


