কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার দুপুরে আকস্মিকভাবে ওই এলাকায় মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে মোট ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ মামলার পর রাতে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন— গুনাইঘর গ্রামের মো. জালাল (২৮), ওয়াহেদপুর গ্রামের আল আমিন সরকার (৩৮), বুড়িরপাড় গ্রামের হরমুজ মুহুরী (৫০), মোশারফ হোসেন (৫৪), গোলাম কিবরিয়া (২২), মো. সুজন (২৬), জামাল হোসেন (৪৭), আবুল কালাম ভোলা (৪০), মো. রেজাউল করিম (২৭), যুবলীগ নেতা মো. আল আমিন (৪২), মো. সৃজান (১৮), মো. সফিকুল ইসলাম (২৩) এবং মো. বিল্লাল হোসেন (৪৪)।
ওসি আরও জানান, গ্রেফতারদের মধ্যে সাতজন “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যা চেষ্টা মামলা”-এর আসামি। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


