সাগর মিয়া, রংপুরঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মন্জুর হোসেন (৫২) কে ডেভিল হান্ট, ফেজ-টু অভিযানে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
রংপুর জেলা পুলিশের একটি চৌকস দল শুক্রবার (২৬ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জের ভেন্ডাবাড়ী বাজার এলাকায় জনৈক শামীম মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মন্জুর হোসেন মনোয়ার হোসেনের ছেলে এবং ভেন্ডাবাড়ী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
পুলিশ জানায়, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠনের পরিকল্পনার অভিযোগে তাকে সুকৌশলে আটক করা হয়। তিনি পীরগঞ্জ থানার এফআইআর নং-২৪ (তারিখ: ১৬ নভেম্বর ২০২৫) অনুযায়ী সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর একাধিক ধারায় একজন গুরুতর অভিযুক্ত। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, রংপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেভিল হান্ট, ফেজ-টু এর আওতায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


