
জীবনের দীর্ঘ সময় যেখানে কাটিয়েছেন, সেই কুষ্টিয়াই হয়ে উঠলো লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের শেষ ঠিকানা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে শনিবার দুপুরে তার মরদেহ কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।
সকাল থেকে বৈরী আবহাওয়া থাকলেও প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন ভক্ত-শুভানুধ্যায়ী ও সংস্কৃতিকর্মীরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর কান্নায় বিদায় নেন এ প্রজন্মের অগণিত মানুষের প্রিয় গানের পাখি।
মা’কে হারিয়ে সন্তানদের কান্না যেন থামছে না। তার হঠাৎ চলে যাওয়া ‘অচিন পাখি’ দলের সদস্যদেরও অভিভাবকহীন করে দিয়েছে।
আরও পড়ুন ঃ ভাঙ্গায় অবরোধে রেলপথ অচল, নেমে পড়তে হলো যাত্রীদের
পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে কুষ্টিয়ায় পৌঁছানোর পর চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
উল্লেখ্য, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ফরিদা পারভীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লালনের গানের বাণী ও সুরকে জনপ্রিয় করার ক্ষেত্রে তার অবদান সর্বজনস্বীকৃত। নজরুলসংগীত ও আধুনিক গান দিয়ে সঙ্গীতজীবন শুরু করলেও, জীবনের বড় সময় তিনি কাটিয়েছেন লালনসাঁইয়ের গান গেয়ে।
আরও পড়ুন ঃ প্রাকৃতিক সৌন্দর্যের মনোমুগ্ধকর ভ্রমণকেন্দ্র নওগাঁর ছাতড়া বিল